রামপালে দুর্বৃত্তের আগুনে পুড়ল ছিন্নমূল পরিবারের স্বপ্ন

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:৫৫, বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

রামপালের বড়দিয়া গ্রামের চরে দুর্বৃত্তের দেয়া অগ্নিসংযোগে গোয়ালসহ গরু, ছাগল মুরগী পুড়ে ছাই হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় মঙ্গলবার (৫ আগষ্ট) দুপুরে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন হতদরিদ্র ফল বিক্রেতা রফিকুল ইসলাম। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

রামপালের বড়দিয়া গ্রামের চরে দুর্বৃত্তের দেয়া অগ্নিসংযোগে গোয়ালসহ গরু, ছাগল মুরগী পুড়ে ছাই হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় মঙ্গলবার (৫ আগষ্ট) দুপুরে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন হতদরিদ্র ফল বিক্রেতা রফিকুল ইসলাম। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 


অভিযোগে জানা গেছে, সোমবার (৪ আগষ্ট) রাত অনুমান ১ টা থেকে ২ টার মধ্যে ফল বিক্রেতা রফিকুল ইসলামের গোয়ালঘরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে রফিকুলের একটি গাভীন গরু, দুইটি ছাগল ও ২০ টি মুরগী পুড়ে মারা যায়। এতে রফিকুলের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

 রাতের আধারে কে বা কারা তার ঘরে আগুন দিয়েছে সেটি সে বুঝতে পারছেন না। তবে ওই গোয়ালে বিদ্যুতের কোন সংযোগ দেয়া ছিল না। তার ধারনা শত্রুতা করে রাতের আধারে আগুন লাগাতে পারে দুর্বৃত্তরা। আয়ের উৎস্য হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ছিন্নমূল ওই পরিবারটি। তারা সরকারের সাহায্য কামনা করেছেন।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়