আল আকসায় ইসরায়েলি মন্ত্রীর প্রার্থনার দাবি, প্রতিক্রিয়ায় যা বলছে সৌদি
আন্তর্জাতিক ডেস্ক || বিএমএফ টেলিভিশন
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দখলদার ইসরায়েলের মন্ত্রী ইতমার বেন-গভিরের সফর এবং সেখানে প্রার্থনার দাবির প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব।
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দখলদার ইসরায়েলের মন্ত্রী ইতমার বেন-গভিরের সফর এবং সেখানে প্রার্থনার দাবির প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব।
আজ রোববার (৩ আগস্ট) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘পবিত্র আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার সরকারের কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে সৌদি আরব। এই ধরনের আচরণ এই অঞ্চলে সংঘাতের ইন্ধন জোগায়।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘনকারী এসব কর্মকাণ্ড বন্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সৌদি আরব এ দাবিতে দৃঢ় অবস্থান বজায় রাখবে।’
এর আগে, রোববার সকালে ইসরায়েলের চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন-গভির জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন এবং সেখানে প্রার্থনার দাবি করেন। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম স্পর্শকাতর স্থান হিসেবে পরিচিত।
বেন-গভির জানান, তিনি গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের বিজয় এবং আটককৃত ইসরায়েলিদের মুক্তির জন্য প্রার্থনা করেছেন। তিনি আবারও গাজা উপত্যকার সম্পূর্ণ দখলের পক্ষে বক্তব্য দেন।
দশকের পর দশক ধরে প্রচলিত একটি সংবেদনশীল ‘স্ট্যাটাস কো’ চুক্তি অনুযায়ী, আল-আকসা প্রাঙ্গণ পরিচালনা করে জর্ডানীয় ওয়াকফ ফাউন্ডেশন। এই নিয়মে ইহুদিদের সেখানে প্রবেশের অনুমতি থাকলেও প্রার্থনা করা নিষিদ্ধ। তবে ইসরায়েলের ডানপন্থী নেতারা এ নিয়ম পরিবর্তনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যা ফিলিস্তিনি ও মুসলিম বিশ্বে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।