রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত: প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:১৬, রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পরও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত। শনিবার (২ আগস্ট) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমটাই বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পরও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত। শনিবার (২ আগস্ট) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমটাই বলা হয়েছে।

দ্য নিউ ইয়র্ক টাইমস দুইজন জ্যেষ্ঠ ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, রাশিয়া থেকে ছাড়মূল্যে তেল কেনা চালিয়ে যেতে চায় ভারত।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-ও ভারতীয় সরকারের একটি সূত্রের বরাত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার কোনো ইঙ্গিত নেই। এছাড়া ভারতীয় রিফাইনারিগুলো এখনো অন্যান্য অর্থনৈতিক বিবেচনায় তেল কিনছে।

এদিকে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমার জানা মতে, রাশিয়া থেকে ভারত আর তেল কিনছে না। আমি শুনেছি এমনটাই। ঠিক কিনা জানি না, তবে এটা ভালো পদক্ষেপ। দেখা যাক কী হয়।’

তিনি ভারতের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য অনুশীলন এবং রাশিয়ার সঙ্গে শক্তিশালী জ্বালানি ও অস্ত্র সম্পর্ক রাখার অভিযোগও করেছেন।

এছাড়া, গত বুধবার ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়