গোপালপুরে জামায়াতের পক্ষ থেকে বাইশকাইলের বিভিন্ন রাস্তা সংস্কার

মোঃ নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:৩৪, রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

টাঙ্গাইলের গোপালপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে খানাখন্দে ভরা রাস্তার সংস্কার করলেন জামায়াতের ইউনিয়ন আমির মোহাম্মদ জুলহাস উদ্দিন বিএসসি। এ সময়  নেতাকর্মীদের স্বেচ্ছাস্রমে উপজেলার ৪নং নগদা শিমলা ইউনিয়নের ৪নং বাইশকাইলের ভিতর দিয়ে চলাচলের কাঁচা রাস্তার সংস্কার করা হয়।

টাঙ্গাইলের গোপালপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে খানাখন্দে ভরা রাস্তার সংস্কার করলেন জামায়াতের ইউনিয়ন আমির মোহাম্মদ জুলহাস উদ্দিন বিএসসি। এ সময়  নেতাকর্মীদের স্বেচ্ছাস্রমে উপজেলার ৪নং নগদা শিমলা ইউনিয়নের ৪নং বাইশকাইলের ভিতর দিয়ে চলাচলের কাঁচা রাস্তার সংস্কার করা হয়।

শুক্রবার(১ আগস্ট) সকালে ইউনিয়ন জামায়াতের  পক্ষ থেকে রাস্তাটি সংস্কার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায় গোয়ালপাড়া বাইশকাইলের ভিতর দিয়ে পূর্ব বাইশকাইল পর্যন্ত কাঁচা রাস্তাটি অনেকদিন ধরে বিভিন্ন মাটি ভর্তি ট্রাক এবং বিভিন্ন বড় বড় গাড়ি যাতায়াতের ফলে  রাস্তাটির বেহাল দশা দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে কাঁদামুক্ত এবং শুষ্ক মৌসুমি ধুলার কারণে চলাচলে বিঘ্ন ঘটে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে কাঁচা এই রাস্তাটি সংস্কার করার দাবী জানিয়ে আসছিল। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে গোপালপুর উপজেলার নগদা শিমলা জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার পক্ষ থেকে কাঁচা রাস্তাটি সংস্কার করা হয়। 


গোয়ালপাড়া বাইশ কাইলের বাসিন্দা মোঃ ইব্রাহিম মেম্বার বলেন গত কয়েক বছর ধরে রাস্তাতির সংস্কারের কথা জনপ্রতিনিধিদের জানিয়ে আসছি পার্শ্ববর্তী এলাকাগুলো রাস্তা পাকা হলেও অদৃশ্য কারণে আমাদের এই রাস্তাটি সংস্কার করা হয় না। আজকে জামাতের পক্ষ থেকে রাস্তাটি সংস্কার করা হয়েছে এতে করে কিছু হলেও চলাচলের জন্য সুবিধা হবে। এদিকে একটি দলের প্রধান হিসেবে স্বেচ্ছাশ্রমে সংস্কার করার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ উদ্যোগে স্বাগত জানিয়েছে।


ইউনিয়ন আমির মোহাম্মদ জুলহস উদ্দিন বিএসসি বলেন, বাংলাদেশ জামাতে ইসলামী একটি জনকল্যাণমূলক ইসলামী রাজনৈতিক দল। দীর্ঘদিন ধরে এ রাস্তাটি বেহাল দশার কারণে সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। তাই আজ জামায়াতের নেতাকর্মীদের সাথে নিয়ে রাস্তাটি সংস্কার করা হয়েছে। এর আগেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়েছে, আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়