সভাপতি লিয়াকত ও সম্পাদক শহিদুল দীর্ঘ দুই যুগ পর বাগেরহাট বাস মালিক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন
দীর্ঘ দুই যুগ পর বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে প্রার্থী না থাকায় সরদার লিয়াকত আলী সভাপতি নির্বাচিত হন। সেই সাথে সহ-সভাপতি পদে মোঃ শাহজাহান মিনা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শেখ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোমান, দপ্তর সম্পাদক পদে এহতেশামুল হক আল ফুয়াদ এবং অর্থ সম্পাদক পদে মোঃ আতিয়ার রহমান মিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
দীর্ঘ দুই যুগ পর বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে প্রার্থী না থাকায় সরদার লিয়াকত আলী সভাপতি নির্বাচিত হন।
সেই সাথে সহ-সভাপতি পদে মোঃ শাহজাহান মিনা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শেখ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোমান, দপ্তর সম্পাদক পদে এহতেশামুল হক আল ফুয়াদ এবং অর্থ সম্পাদক পদে মোঃ আতিয়ার রহমান মিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
শনিবার অনুষ্ঠিত নির্বাচনে সহ-সভাপতি পদে মোহাম্মদ জিয়াউদ্দিন শেখ জিয়াম, শহিদুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক পদে ফকির শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল খালেক মোড়ল, সড়ক সম্পাদক পদে জসিম মোড়ল, মোহাম্মদ মাহমুদ হোসেন মিনা এবং মোহাম্মদ নাসিম আহমেদ শাকিল বিজয়ী হন।
বাস মালিক সমিতির নির্বাচনে মোট ভোটার ছিল ১৬৫ জন। তন্মধ্যে ১৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এডভোকেট শেখ নুরুল ইসলাম। সহকারী হিসেবে ছিলেন এডভোকেট শহিদুল ইসলাম বিপ্লব এবং সাইফুল ইসলাম।