গাংনীর ভাটপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃ'ত্যু

মেহেরপুর প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:৪৩, রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শওকত আলী (৫০) নামের এক কৃষকের মৃ'ত্যু হয়েছে। তিনি গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের মৃত ফরোতুল্লাহ গাজীর ছেলে এবং দুই সন্তানের জনক।

মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শওকত আলী (৫০) নামের এক কৃষকের মৃ'ত্যু হয়েছে। তিনি গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের মৃত ফরোতুল্লাহ গাজীর ছেলে এবং দুই সন্তানের জনক।

রবিবার সকাল ১০টার দিকে গ্রামের একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শওকত আলী মাঠে একটি বিদ্যুৎচালিত সেচপাম্প চালু করতে গিয়ে পাম্পের ছিঁড়ে যাওয়া আর্থিং তার জোড়া লাগানোর চেষ্টা করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃ'ত্যু হয়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়