সোনাতলায় জমজমাট ফুটবল ফাইনাল খেলাঃ চমরগাছা যুব সংঘের প্রাণবন্ত আয়োজন
শামীম হোসেন সুজন, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন
বগুড়ার সোনাতলা পৌর এলাকার চমরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো এক জমজমাট ও উত্তেজনাপূর্ণ ফুটবল ফাইনাল খেলা।
বগুড়ার সোনাতলা পৌর এলাকার চমরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো এক জমজমাট ও উত্তেজনাপূর্ণ ফুটবল ফাইনাল খেলা।
শনিবার ২ আগস্ট বিকেলে চমরগাছা যুব সংঘের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ফুটবল খেলায় মুখোমুখি হয়, চমরগাছা ফাইটার্স ক্লাব এবং কোচারশহর স্পোর্টিং ক্লাব। দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মাঠজুড়ে সৃষ্টি হয় টানটান উত্তেজনা।
খেলায় সভাপতিত্ব করেন, সোনাতলা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম মন্ডল।
প্রধান অতিথি ছিলেন- উপজেলা জিয়া পরিষদের সভাপতি পৌর বিএনপির সহ-সভাপতি এবং সোনাতলা মহিলা কলেজের সভাপতি অধ্যক্ষ এ.কে.এম আহসানুল মোমেনীন সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সোনাতলা পৌরসভার উপসহকারী প্রকৌশলী আবু শাহিন
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা। যুবদল নেতা আহসান হাবিব রতন, সোনাতলা উপজেলা ছাত্র দলের সভাপতি সাজেদুর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম,
পৌর বিএনপির সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম ভুট্টো,স্বেচ্ছা সেবকদল নেতা আলমগীর হোসেন রাঙ্গা।
প্রধান পৃষ্ঠপোষক: শাহনেওয়াজ সবুজ, সোনাতলা পৌরসভা।
চমরগাছা ফাইটার্স ০১ - কোচারশহর স্পোর্টিং ক্লাব ০১ গোল সমতায় থাকায় খেলাটি ট্রাইবেকার পর্যন্ত গড়ায়, ট্রাইবেকারে চমরগাছা ফাইটার্স ক্লাবকে পরাজিত করে কোচারশহর স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে একটি খাসি এবং বিজিত দলের খেলোয়াড়দের হাতে রাজ হাঁস তুলে দেন।
ফুটবলপ্রেমী এলাকাবাসীর বিপুল উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এমন একটি আয়োজনে এলাকার ক্রীড়ামোদীরা ভীষণ আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।