নওগাঁর মান্দায় ৭০ বোতল ফেনসিডিল রেখে পালিয়েছে মাদক কারবারারি।

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:২৪, সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নওগাঁর মান্দা উপজেলার পাঁজরভাঙ্গা এলাকায় ফেনসিডিল ভর্তি একটি ব্যাগ ফেলে পালিয়েছে এক মাদক কারবারি। আজ সোমবার  (২৮ জুলাই) সকাল ১০টার দিকে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নওগাঁর মান্দা উপজেলার পাঁজরভাঙ্গা এলাকায় ফেনসিডিল ভর্তি একটি ব্যাগ ফেলে পালিয়েছে এক মাদক কারবারি। আজ সোমবার  (২৮ জুলাই) সকাল ১০টার দিকে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ব্যাগের ভেতর থেকে ৭০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন মান্দা থানার চৌকস অফিসার এসআই শামীম হোসেন। তিনি জানান, “মাদক ব্যবসায়ীর পরিচয় শনাক্তে চেষ্টা চলছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এ এলাকায় পুলিশি নজরদারি আরও জোরদার করা হয়েছে।”


এ বিষয়ে মান্দা থানার ওসি মনসুর রহমান জানান, 
মাদক নির্মূলে মান্দা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে,থাকবে কোন মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়