ফের বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলো রাশিয়ায়
আন্তর্জাতিক ডেস্ক || বিএমএফ টেলিভিশন
রাশিয়ার দূরপ্রাচ্যের কুরিল দ্বীপপুঞ্জে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার (৩ আগস্ট) ৭ দশমিক ০ মাত্রার ভূকম্পন অনুভূত হয়।
রাশিয়ার দূরপ্রাচ্যের কুরিল দ্বীপপুঞ্জে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার (৩ আগস্ট) ৭ দশমিক ০ মাত্রার ভূকম্পন অনুভূত হয়।
কিছুদিন আগেই একই অঞ্চলের কাছে কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ০ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়েছিল, যা সুনামির আশঙ্কা তৈরি করেছিল পুরো প্রশান্ত মহাসাগরীয় এলাকায়।
জার্মান গবেষণা সংস্থা জিওসায়েন্স জিএফজেড প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৩৫ জানালেও পরে সেটি সংশোধন করে ৭ দশমিক ০ করা হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (ইউএসজিএস) নিশ্চিত করেছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই কম্পনের ফলে কোনো সুনামির আশঙ্কা নেই। তবে সতর্কতা হিসেবে রাশিয়ার কামচাটকা অঞ্চলের তিনটি জেলায় অস্থায়ীভাবে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রোববারের এই ভূমিকম্পের আগে বুধবার রাতে কামচাটকা উপকূলে ৮ দশমিক ০ মাত্রার একটি ধ্বংসাত্মক ভূমিকম্প হয়। এটি সাম্প্রতিক বছরগুলোতে ওই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী কম্পনগুলোর একটি।
সেই ভূমিকম্পের পর রাশিয়ার সাখালিন দ্বীপসহ জাপান, হাওয়াই, ক্যালিফোর্নিয়া, অরিগন এবং ওয়াশিংটনের উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি হয়। রুশ কর্তৃপক্ষ তখন উচ্চ এলাকা দিয়ে জনগণকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। সাখালিনের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো নিশ্চিত করেন, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।