নারী এশিয়া কাপের ড্র অনুষ্ঠানে নেই বাংলাদেশের প্রতিনিধি

অনলাইন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:১৫, মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী বছর ১ থেকে ২৩ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়া কাপ-২০২৫। আজ মঙ্গলবার (২৯ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনিতে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ এই নারী প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হচ্ছে।

আগামী বছর ১ থেকে ২৩ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়া কাপ-২০২৫। আজ মঙ্গলবার (২৯ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনিতে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ এই নারী প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হচ্ছে।

ড্র অনুষ্ঠানে স্বাগতিক অস্ট্রেলিয়াসহ অংশগ্রহণকারী ১২ দলের কোচ ও অধিনায়কদের আমন্ত্রণ জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। প্রথমবার নারী এশিয়া কাপে জায়গা পেলেও, ড্র অনুষ্ঠানে কোনো প্রতিনিধি পাঠাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এদিকে, ড্র'র আগে সিডনির বিখ্যাত হারবার ফ্রন্টে ট্রফির সঙ্গে ফটোসেশনে অংশ নেন অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ভারত, উজবেকিস্তান ও ভিয়েতনামের প্রতিনিধি দল। বাংলাদেশের পাশাপাশি অনুপস্থিত ছিল জাপান, উত্তর কোরিয়া, ইরান ও ফিলিপাইন।

উল্লেখ্য, সাধারণত এএফসির টুর্নামেন্টগুলোর ড্র মালয়েশিয়ার কুয়ালালামপুরে হয়। তবে এবারের নারী আসরের ড্রয়ের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সিডনি, যেখানে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় জমকালো পরিবেশে আয়োজনটি অনুষ্ঠিত হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়