এমবাপ্পের গায়েই রিয়ালের নতুন ‘১০ নম্বর’
অনলাইন ডেস্ক || বিএমএফ টেলিভিশন
রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস, ক্লারেন্স সিডর্ফ ও লুইস ফিগোর পথ অনুসরণ করে আইকনিক ১০ নম্বর জার্সি এখন কিলিয়ান এমবাপ্পের। লুকা মদরিচের এসি মিলানে যোগ দেওয়ার পর রিয়াল মাদ্রিদ মঙ্গলবার (২৯ জুলাই) রাতে এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।
রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস, ক্লারেন্স সিডর্ফ ও লুইস ফিগোর পথ অনুসরণ করে আইকনিক ১০ নম্বর জার্সি এখন কিলিয়ান এমবাপ্পের। লুকা মদরিচের এসি মিলানে যোগ দেওয়ার পর রিয়াল মাদ্রিদ মঙ্গলবার (২৯ জুলাই) রাতে এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।
২৬ বছর বয়সি এই ফরাসি ফরোয়ার্ড গত মৌসুমে পিএসজি থেকে ফ্রি ট্রান্সফারে আসার পর ৯ নম্বর জার্সি পরে খেলেন।
২০২৪-২৫ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৪৪ গোল করেন, তবে কোনো বড় শিরোপা জিততে পারেননি।
রিয়াল মাদ্রিদের হয়ে ১০ নম্বর জার্সি পরা অন্যান্য নামী ফুটবলারদের মধ্যে রয়েছেন গিওর্গি হ্যাজি, মাইকেল লাউড্রপ, রোবিনহো ও মেসুত ওজিল।