আড়াই বছরের কারাদণ্ড হতে পারে রিয়ালের ‘নতুন রামোসের’
অনলাইন ডেস্ক || বিএমএফ টেলিভিশন
যৌন হয়রানির ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্পেনের রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল অ্যাসেনসিওর বিরুদ্ধে আড়াই বছরের কারাদণ্ড চেয়েছে দেশটির সরকারি কৌঁসুলি দপ্তর। স্প্যানিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক-এর বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম।
যৌন হয়রানির ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্পেনের রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল অ্যাসেনসিওর বিরুদ্ধে আড়াই বছরের কারাদণ্ড চেয়েছে দেশটির সরকারি কৌঁসুলি দপ্তর। স্প্যানিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক-এর বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম।
প্রতিবেদন অনুযায়ী, রিয়ালের যুব দলের সাবেক দুই খেলোয়াড় একজন অপ্রাপ্তবয়স্ক ও একজন তরুণীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন এবং তাদের অজান্তে গোপনে সেই দৃশ্য ধারণ করেন। যদিও অ্যাসেনসিও সরাসরি ওই ঘটনার অংশ ছিলেন না, তবে তিনি ভিডিওটি সংগ্রহ করে দেখেন এবং পরবর্তীতে তা আরও এক বন্ধুর সঙ্গে শেয়ার করেন।
স্পেনের ফৌজদারি দণ্ডবিধির ৭৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এই কাজ গোপনীয়তা লঙ্ঘনের গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত।
ঘটনাটির পর ভুক্তভোগী দুই নারী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে আক্রান্ত হন। ফলে প্রত্যেকের জন্য ৫ হাজার ইউরো করে ক্ষতিপূরণ দাবি করেছে প্রসিকিউশন। একই মামলায় আরও তিনজনের বিরুদ্ধেও কারাদণ্ড চাওয়া হয়েছে।
এ ঘটনা ঘটে ২০২৩ সালে স্পেনের গ্রান ক্যানারিয়ার এক সমুদ্রসৈকত ক্লাবে। ঘটনার পরপরই স্পেনের জাতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গার্দিয়া সিভিলের কাছে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে জবানবন্দি দেন রিয়ালের বিভিন্ন স্তরের চারজন খেলোয়াড়।
রাউল অ্যাসেনসিও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘আমি কোনো নারীর যৌন স্বাধীনতা লঙ্ঘন করিনি—অপ্রাপ্তবয়স্ক তো নয়ই।’ তার প্রতিনিধিরাও জানিয়েছেন, তারা ন্যায়বিচার প্রত্যাশা করেন।
তবে স্পেনের আদালত গত ফেব্রুয়ারিতে অ্যাসেনসিওর পক্ষ থেকে মামলাটি খারিজ করার আবেদন প্রত্যাখ্যান করে। মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী নারীদের একজনের বয়স ছিল ১৬ বছরের নিচে।
রিয়াল মাদ্রিদ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে ক্লাব আগেই জানিয়েছিল, ঘটনার বিস্তারিত জানা গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
২০২৪–২৫ মৌসুমে রিয়ালের হয়ে ৫৭টি ম্যাচ খেলা অ্যাসেনসিও চলতি বছরের মার্চে প্রথমবারের মতো স্পেন জাতীয় দলেও ডাক পান। রক্ষণে আক্রমণাত্মক আচরণের কারণে এরইমধ্যে রিয়ালের অনেক ভক্ত-সমর্থকদের কাছ থেকে ‘নতুন রামোস’ খেতাব পেয়েছেন তিনি।