আওয়ামী এমপি-মন্ত্রীদের বিচার যেনতেনভাবে করতে চায় না সরকার: ফয়েজ আহমদ

ডেস্ক রিপোর্ট || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:৩৯, শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে বিচার কাজ যেনতেনভাবে সরকার করতে চায় না, তাহলে এ নিয়ে প্রশ্ন উঠবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে বিচার কাজ যেনতেনভাবে সরকার করতে চায় না, তাহলে এ নিয়ে প্রশ্ন উঠবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

শনিবার (২ আগস্ট) বিকেলে শিল্পকলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাপ্তি-অপ্রাপ্তির খতিয়ান প্যানেল ডিসকাশনে অংশ নিয়ে এসব বলেন ফয়েজ আহমদ তৈয়ব। তথ্য সুরক্ষা আইন এ মাসের মধ্যে করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তৈয়ব বলেন, সরকারের সাকসেস কম, আরেকটু গতিশীল হয়ে কাজ করতে পারলে ভালো হতো। কারণ কর্মকর্তারা ক্রমাগত বদলির ওপরে আছে। শেখ হাসিনার সাথে প্রশাসনের ৯০ শতাংশ কাজ করেছে। তাদের সবাইকে বাদ দিলে কাজ করা যাবে না।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়