দুদক সমাজের বাইরের প্রতিষ্ঠান নয়, এখানেও দুর্নীতি আছে: আবদুল মোমেন

ডেস্ক রিপোর্ট || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:৫২, বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘দুদক সমাজের বাইরের কোনো প্রতিষ্ঠান নয়। এখানেও দুর্নীতি আছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই অভ্যন্তরীণ দুর্নীতি কমানোর চেষ্টা চলছে’ বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

‘দুদক সমাজের বাইরের কোনো প্রতিষ্ঠান নয়। এখানেও দুর্নীতি আছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই অভ্যন্তরীণ দুর্নীতি কমানোর চেষ্টা চলছে’ বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে বরিশাল নগরীর সিএন্ডবি রোডে ছয়তলা বিশিষ্ট আধুনিক দুদক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ মন্তব্য করেন।

সরকারের দুর্বলতার অন্যতম কারণ হিসেবে ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ‘দুর্নীতি কমিয়ে রাখা গেলে জনগণ ভালো থাকবে, সরকারও স্বস্তিতে থাকবে। সরকারের পতনের অন্যতম কারণ দুর্নীতি।’

তিনি আরও বলেন, ‘আমরা কাউকে ছাড়ি না। যারা খালাস পাচ্ছে, তাদের বিরুদ্ধেও আপিল করা হয়। আদালত, সাংবাদিক ও সমাজের সব অংশের দায়িত্ব আছে। সবাই সঠিকভাবে কাজ করলে দুর্নীতি দমন সম্ভব।’

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সার্কিট হাউসে ‘দুর্নীতি ও হয়রানিমুক্ত নাগরিকসেবা’ বিষয়ক মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়। প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ছয়তলা বিশিষ্ট আধুনিক দুদক ভবন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়