গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৯ দিনব্যাপী নাট্যোৎসব শুরু আজ

ডেস্ক রিপোর্ট || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:১৭, বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এই আয়োজনের অংশ হিসেবে আজ থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী নাট্যোৎসব, যা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত।

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এই আয়োজনের অংশ হিসেবে আজ থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী নাট্যোৎসব, যা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত।

উৎসবটি অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার ও এক্সপেরিমেন্টাল থিয়েটারে।

জানা যায়, আজ সন্ধ্যা ৬টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে আয়োজন। প্রথম দিনের নাটক ‘রি-রিভোল্ট’ মঞ্চস্থ করবে টিম কালারস; রচনা ও নির্দেশনায় নায়লা আজাদ।

পরের দিনগুলোতে একে একে মঞ্চায়িত হবে দীপক সুমনের রচনা-নির্দেশনায় তীরন্দাজ রেপার্টরীর ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, শাকিল আহমেদ সনেটের নির্দেশনায় স্পন্দন থিয়েটার সার্কেলের ‘দেয়াল জানে সব’, ইরা আহমেদের নির্দেশনায় এথেরার ‘দ্রোহের রক্ত কদম’, লাহুল মিয়ার নির্দেশনায় ফোর্থ ওয়াল থিয়েটারের ‘৪০৪ছ নাম খুঁজে পাওয়া যায়নি’, সাইদুর রহমান লিপনের নির্দেশনায় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ‘এনিমেল ফার্ম’, খন্দকার রাকিবুল হকের নির্দেশনায় অন্তর্যাত্রার ‘আর কত দিন’, ইলিয়াস নবী ফয়সালের নির্দেশনায় ভৈরবীর ‘অগ্নি শ্রাবণ’, ধীমান চন্দ্র বর্মণের নির্দেশনায় থিয়েটার ওয়েভের ‘মুখোমুখি’ ও আজাদ আবুল কালামের নির্দেশনায় প্রাচ্যনাটের ‘ব্যতিক্রম ও নিয়ম’। সমাপনী দিনে মঞ্চস্থ হবে কাজী নওশাবা আহমেদের নির্দেশনায় ‘আগুনি’, পরিবেশনায় টুগেদার উই ক্যান। প্রতিটি প্রদর্শনী থাকবে উন্মুক্ত।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়