উড্ডয়নের পরই যুক্তরাজ্যে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৮:৫২, সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে একটি বিচক্র্যাফট বি ২০০ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এসময় বিমানটি আগুনে পুড়ে গেছে বলে নিশ্চিত করেছে এসেক্স পুলিশ। এতে বিমানবন্দর থেকে নির্ধারিত চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য।

লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে একটি বিচক্র্যাফট বি ২০০ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এসময় বিমানটি আগুনে পুড়ে গেছে বলে নিশ্চিত করেছে এসেক্স পুলিশ। এতে বিমানবন্দর থেকে নির্ধারিত চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য।

স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) বিকেল ৪টার কিছু আগে সাউথেন্ড-অন-সি এলাকায় ১২ মিটার দীর্ঘ বিমানটিতে আগুন লাগার খবর পায় পুলিশ।

বিচক্র্যাফট বি ২০০ একপ্রকার ছোট উড়োজাহাজ। ২জন পাইলট এবং সর্বোচ্চ ৯ জন যাত্রী নিয়ে বিমানটি উড়তে পারে। উড়োজাহাজটিতে ঠিক কতজন আরোহী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৪টার দিকে সাউথএন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা হয়েছিল বিমানটি; কিন্তু ওড়ার পরমুহূর্তেই তা ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণে দাউদাউ করে জ্বলে ওঠে বিমানের ভগ্নাবশেষ। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক।

পূর্ব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে চারটি অ্যাম্বুলেন্স ইউনিট, একটি র‍্যাপিড রেসপন্স গাড়ি, বিপজ্জনক এলাকায় ব্যবহার্য একটি বিশেষ যান এবং একজন ঊর্ধ্বতন প্যারামেডিক উপস্থিত ছিলেন। বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনাটিকে একটি "মারাত্মক ঘটনা" বলে নিশ্চিত করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে লন্ডনের প্রায় ৩৫ মাইল পূর্বে অবস্থিত সাউথেন্ড বিমানবন্দরের আকাশে আগুনের কুণ্ডলী দেখা গেছে। এসেক্স কাউন্টির দমকল ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

ফ্লাইট ট্র্যাকিং বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ফ্লাইটরাডার ২৪ জানিয়েছে, ধ্বংস হওয়া বিমানটি ছিল নেদারল্যান্ডভিত্তিক উড়োজাহাজ পরিষেবা সংস্থা জিউশ এভিয়েশনের। অসুস্থ রোগীদের পরিবহন করার কাজে ব্যবহার করা হতো উড়োজাহাটিতে এবং সেটির ভেতরে বিভিন্ন মেডিকেল সরঞ্জাম ছিল।

এসেক্স পুলিশ জানিয়েছে, তারা অন্যান্য জরুরি পরিষেবা এবং বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে এবং এই প্রক্রিয়া আরও কয়েক ঘণ্টা ধরে চলবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়