গাংনীতে বিদ্যুত স্পৃষ্টে হয়ে স্বামী ও স্ত্রীর মৃ*ত্যু হয়েছে।
মেহেরপুর প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন
এলাকার চৌগাছা গ্রামে বিদ্যুত স্পৃষ্টে স্বামী ও তার স্ত্রীর মৃত্যু হয়েছে। এরা হলেন-গাংনী পৌরসভার ৩ নং ওয়ার্ড চৌগাছা গ্রামের মৃত মুন্নাফ আলীর ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গােলাম কিবরিয়া (৫৫) এবং তার স্ত্রী রিনা খাতুন (৫০)। তারা ৩কন্যা সন্তানের জনক-জননী।
মেহেরপুরের গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামে বিদ্যুত স্পৃষ্টে স্বামী ও তার স্ত্রীর মৃত্যু হয়েছে। এরা হলেন-গাংনী পৌরসভার ৩ নং ওয়ার্ড চৌগাছা গ্রামের মৃত মুন্নাফ আলীর ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গােলাম কিবরিয়া (৫৫) এবং তার স্ত্রী রিনা খাতুন (৫০)। তারা ৩কন্যা সন্তানের জনক-জননী।
সােমবার বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,গােলাম কিবরিয়া বাজার করার লক্ষে সােমবার বিকেলে রান্নার ঘরে রাখা বাইসাইকেল বের করছিলেন। এক পর্যায়ে বাইসাইলকেলে জড়িয়ে থাকা অরক্ষিত বিদ্যুতের তারে শরীর স্পর্শ করে। এসময় বিদ্যুত স্পৃষ্টে সে মাটিতে লুটিয়ে পড়ে। তার স্ত্রী রিনা খাতুন তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুত স্পৃষ্ট হয়ে গুরুতর ভাবে আহত হন। বিষয়টি টের পেয়ে তার সন্তানেরা প্রতিবেশীদের সহযােগিতায় দুজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।