বগুড়ার সোনাতলায় মুক্তিযোদ্ধা প্রজন্মদলের পৌর শাখার ৪ ও ৬ নং ওয়ার্ড কমিটি অনুমোদন
শামীম হোসেন সুজন, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সোনাতলা পৌর শাখার আওতাধীন ৪ ও ৬ নম্বর ওয়ার্ড কমিটি আনুষ্ঠানিক ভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সোনাতলা পৌর শাখার আওতাধীন ৪ ও ৬ নম্বর ওয়ার্ড কমিটি আনুষ্ঠানিক ভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
রবিবার ১৩ জুলাই বাদ মাগরিব সোনাতলা পৌর শাখার কার্যালয়ে মুক্তিযোদ্ধের প্রজন্ম দলের পৌর শাখার সহ-সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে ৪ ও ৬ নং ওয়ার্ড কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর শাখার সভাপতি শাহনেওয়াজ নয়ন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সাধারণ সম্পাদক জাহিনুর ইসলাম,
সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ। বক্তারা বলেন,
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুবসমাজকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করে সংগঠনে সম্পৃক্ত করা খুবই জরুরি। এ লক্ষ্যেই নতুন নেতৃত্বের হাত ধরে আমরা এগিয়ে যেতে চাই। তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করতে ওয়ার্ডভিত্তিক শক্তিশালী কমিটি গঠন সময়ের দাবি।
সভা শেষে আনুষ্ঠানিক ভাবে সর্বসম্মতিক্রমে ৪ নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়, মোহাম্মাদ দুলা আকন্দকে সভাপতি ও গিয়াস উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং খায়রুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এছাড়াও, ৬ নম্বর ওয়ার্ডে বাবর আলীকে সভাপতি, মাসুদকে সাধারণ সম্পাদক এবং মিশুকে সাংগঠনিক সম্পাদক করে ৩২ সদস্যের একটি কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সভায় পৌর শাখার অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর সংগঠনকে শক্তিশালী করতে প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত নেতারা।