আজ রাজপথে নামছে বিএনপি

অনলাইন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৮:৪৮, সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় ‘অপপ্রচার ষড়যন্ত্রের’ প্রতিবাদে আজ থেকে রাজপথে থাকবে বিএনপি। দলটি মনে করছে, জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই হত্যাকাণ্ড নিয়ে রাজপথ দখলের চেষ্টা করছে, যার জবাব দিতে বিএনপিও নিজেদের শক্তি ও জনসমর্থন প্রদর্শন করবে।

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় ‘অপপ্রচার ষড়যন্ত্রের’ প্রতিবাদে আজ থেকে রাজপথে থাকবে বিএনপি। দলটি মনে করছে, জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই হত্যাকাণ্ড নিয়ে রাজপথ দখলের চেষ্টা করছে, যার জবাব দিতে বিএনপিও নিজেদের শক্তি ও জনসমর্থন প্রদর্শন করবে।

এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এমনকি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে দলে শুদ্ধি অভিযান চালানোরও পরিকল্পনা করছেন শীর্ষ নেতারা। বিএনপির দাবি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যার সঙ্গে সরাসরি জড়িত দুজনকে চিহ্নিত করতে না পারলেও বিরোধী পক্ষ একতরফাভাবে তাদের ওপর দায় চাপাচ্ছে এবং কটূক্তি করছে।

এরই অংশ হিসেবে আজ সোমবার ছাত্রদল ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিসহ অন্যান্য অঙ্গসংগঠন পৃথক শোডাউন করবে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, বিএনপি ও এর অঙ্গসংগঠন প্রতিবাদ কর্মসূচি পালন করবে এবং জনগণের সঙ্গে নিয়ে ‘দেশবিরোধীদের ষড়যন্ত্র’ মোকাবিলা করা হবে।

ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানিয়েছেন, ‘গুপ্ত সংগঠন’ কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আজ রাজধানী ঢাকাসহ সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল করবে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নিশ্চিত করেছেন যে, ‘গুপ্ত সংগঠন’ বলতে ইসলামী ছাত্রশিবির ও তাদের সহযোগী সংগঠনকে বোঝানো হয়েছে।

ছাত্রদলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একই সময়ে সারা দেশের সব জেলা ও মহানগরেও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেছেন। ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘গত ৫ আগস্টের পর একটি মুক্ত রাজনৈতিক পরিবেশ থাকা সত্ত্বেও যারা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম না চালিয়ে গোপনে এজেন্ডা বাস্তবায়ন ও সহিংসতা ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরি করছে, তাদের বিরুদ্ধেই ছাত্রদল এই কর্মসূচি গ্রহণ করেছে।’

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়