শান্তিগঞ্জে বিনামূল্যে গরু ও ভেড়া বিতরণ

শহিদুল ইসলাম রেদুয়ান : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:৩৫, বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

শান্তিগঞ্জে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জীবনমান উন্নয়নে ৬টি গরু ও ৫০টি ভেড়া বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

শান্তিগঞ্জে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জীবনমান উন্নয়নে ৬টি গরু ও ৫০টি ভেড়া বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) শান্তিগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে ও রুবাল পভার্টি ওয়েলফেয়ার সোসাইটির (আরপিডব্লিউএস) ব্যবস্থাপনায় ৬টি পরিবারের মাঝে ৬টি গরু এবং পল্লী উন্নয়ন দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (পদ্মা) আয়োজনে ২৫টি পরিবারের মধ্যে বিনামূল্যে ৫০টি ভেড়া বিতরণ করা হয়েছে।

আরপিডব্লিউএস কার্যালয়ে অনুষ্ঠিত গরু বিতরণে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী কর্মকর্তা মো. নাজিম উদ্দিন ও সঞ্চালনা করেন জাকারিয়া আহমদ। অপরদিকে, পদ্মা সংস্থার আয়োজনে ৫০টি ভেড়া বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী। তিনি বলেন, বিনামূল্যে গরু ও ভেড়া বিতরণের এই উদ্যোগ দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের সহায়তা তাদের জীবনমান উন্নয়নে বাস্তব ও টেকসই প্রভাব ফেলবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা বলেন, গরু ও ভেড়া বিতরণ কর্মসূচি দরিদ্র পরিবারে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে, যা আত্মকর্মসংস্থানে সহায়ক হবে।

উপকারভোগী শায়েখ আহমদ আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমার মতো গরিব মানুষের জন্য এই ভেড়াগুলো আশীর্বাদ। এখন থেকে নিজে কাজ করে পরিবারের খরচ চালাতে পারবো।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়