ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাইম-সাইফউদ্দিন

অনলাইন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৩, বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টেস্ট আর ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরেছে টাইগাররা।

টেস্ট আর ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরেছে টাইগাররা।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ব্যাটিং করবে।

নাইম সবশেষ বাংলাদেশের হয়ে খেলেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে, টি-২০ আরও আগে। শ্রীলঙ্কার বিপক্ষে ফেরায় অপেক্ষার অবসান হলো তার।

বাংলাদেশ সবশেষ টি-২০ খেলেছে পাকিস্তানের বিপক্ষে। জুনের ওই ম্যাচ থেকে তিন পরিবর্তন এনে শ্রীলঙ্কার বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছে তারা। প্রায় এক বছর পর একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আরেকজন হলেন তাসকিন আহমেদ। ফলে বাদ পড়েছেন জাকের আলী, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামিম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব।

এবার টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নেমেছে লিটন বাহিনী। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হয়। ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস। টি-টোয়েন্টিতে দুই দলের সবশেষ ৫ ম্যাচে বাংলাদেশের জয় ২টি। শ্রীলঙ্কা জিতেছে ৩ ম্যাচ। তবে সবশেষ ৩ ম্যাচ হিসেব করলে বাংলাদেশের জয় ২টিতেই।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামিম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিসাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা,  দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, মহেশ থিকশানা, জেফ্রে ভেন্ডারসে, বিনোরা ফার্নান্দো ও নুয়ান থুশারা।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়