সোনাতলায় বসতঘরে অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষতি, সহায়তা চায় পরিবার
শামীম হোসেন সুজন, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন
বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের ভিক্ষানের পাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে গরু, ছাগল এবং আসবাবপত্রসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের ভিক্ষানের পাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে গরু, ছাগল এবং আসবাবপত্রসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গত ৭ জুলাই সোমবার রাত আনুমানিক ১০টায় ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আব্দুল ব্যাপারীর ছেলে মিনারুল জানান, আগুনে তাদের বসতঘরসহ একটি গরু ও একটি ছাগল পুড়ে গেছে। এছাড়াও ঘরের আসবাবপত্র ও মূল্যবান সামগ্রীসহ প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এ ঘটনায় কেউ আহত না হলেও পরিবারটি বর্তমানে চরম মানবেতর জীবন যাপন করছে। আগুনের সূত্রপাতের সঠিক কারণ জানা যায়নি।
ঘটনার পর স্থানীয় ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল লতিফ ও উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক শফিউল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় ইউপি সদস্য বলেন, “পরিবারটি অসহায় অবস্থায় রয়েছে। আমি বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসনকে জানিয়েছি যাতে তারা দ্রুত সাহায্য প্রদান নিশ্চিত করেন।”
অপরদিকে ক্ষতিগ্রস্ত পরিবারটি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে, পুনর্বাসন সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছে।