১১ বছর বয়সে বন্ধুর সঙ্গে পালিয়েছিলেন কাজল!

বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:০৯, সোমবার, ৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাত্র ১১ বছর বয়সে বন্ধুর সঙ্গে পালিয়ে গিয়েছিলেন বলিউড তারকা কাজল। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছেন বিষয়টি।

মাত্র ১১ বছর বয়সে বন্ধুর সঙ্গে পালিয়ে গিয়েছিলেন বলিউড তারকা কাজল। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছেন বিষয়টি।

তবে ভাবার অবকাশ নেই যে প্রেমের টানে বয়সন্ধিকালে পালিয়েছিলেন কাজল। মূলত তিনি তার অসুস্থ দাদিকে দেখতে চম্পট দিয়েছিলেন। মুম্বাই থেকে পাঁচ ঘণ্টার দূরত্বে পাঁচগনিত বোর্ডিং স্কুলে পড়তেন কাজল। সেখান থেকেই হাওয়া হয়েছিলেন অভিনেত্রী।

কাজলের কথায়, ‘আমি জানতে পেরেছিলাম যে আমার ঠাকুমার শরীরটা ভালো যাচ্ছে না। আমি আমার মাকে ফোন করেছিলাম কিন্তু আমার পরীক্ষা চলছিল বলে তিনি আমাকে বাড়ি ফিরতে দিতে চাননি। ডিসেম্বরে আমার ছুটি ছিল, তাই তারা আমাকে ডিসেম্বরে আসতে বলেছিল। তখন আমার বয়স ছিল মাত্র ১১ বছর। আমার আরেক বন্ধু ছিল সেও হোস্টেলে খুশি ছিল না, তাই আমরা দুজনেই বোর্ডিং স্কুল থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম’

কাজল সেই ঘটনার স্মৃতিচারণ করেন। তিনি জানান, ‘আমরা দুজনেই ঠিক করলাম মুম্বাই যাব। আমি আমার স্থানীয় অভিভাবকের কাছে গেলাম, আমার মামা পঞ্চগনিতে থাকতেন, এবং আমি তাকে বললাম যে আমার মা আমাকে বাড়িতে ডেকেছিলেন। আমি তাকে বাসস্ট্যান্ডে নিয়ে যেতে বললাম। আমি যখন বাসে অপেক্ষা করছিলাম, তখন নানি এসে আমার কান ধরে আমাকে আবার স্কুলে নিয়ে যান।’

সম্প্রতি মুক্তি পেয়েছে কাজল অভিনীত সিনেমা ‘মা’। এটি নির্মাণ করেছেন বিশাল ফুরিয়া। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রণিত রায়। ছবিতে কাজলের অভিনয় সবাই প্রশংসা করছেন। 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়