কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু
সাইফুল আলম দুলাল, স্টাফ রিপোর্টার || বিএমএফ টেলিভিশন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা গ্রামে পুকুরের পানিতে ডুবে মাহমুদা নূর নিধি (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটি মাসকা গ্রামের আলম মিয়ার কন্যা এবং স্থানীয় ইকরা বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, বৃহস্পতিবার (২২ মে) দুপুরে মাহমুদা নূর বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারে উদ্বেগ ছড়িয়ে পড়ে। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে নিধির নিথর দেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু নিধিকে মৃত ঘোষণা করেন।
এমন ঘটনায় নিধির পরিবারে চলছে শোকের মাতম, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।