দুর্বৃত্তদের হামলায় রাজৈরে সাংবাদিক এস এম ফেরদাউস আহত

বিপুল কুমার দাস, রাজৈর উপজেলা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:১৫, মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
ধারণকৃত ছবি

ধারণকৃত ছবি

দুর্বৃত্তদের হামলায় রাজৈর উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক ডেসটিনি পত্রিকার জেলা প্রতিনিধি এস এম ফেরদাউস হোসাইন গুরুতর আহত হয়। ঘটনাটি আজ সকাল সাড়ে ৯ টার দিকে। পরে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করেন। 

জানা যায় সাংবাদিক এস এম ফেরদাউস সকালে তার ব্যক্তিগত চেম্বারে বসে পত্রিকা পড়ছিলেন। এসময় অপরিচিত কিছু ব্যক্তি তার দোকানে এসে উম্মেহানি হাসপাতালের সামনে নিয়ে যায়। সেখানে আগে থাকা দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। এসময় এলোপাতাড়ি হামলায় সাংবাদিক ফেরদাউস গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এদিকে আহত সাংবাদিক বলেন উম্মে হানি হাসপাতালের সিসি ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করে গ্রেফতার করা সম্ভব।
এ ব্যাপারে রাজৈর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়