বিচারকদের শৃঙ্খলা বিধি নিয়ে রিভিউ আবেদনের আদেশ স্থগিত

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:১৮, রবিবার, ২৯ জুন, ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২
ছিবি: সংগৃহীত

ছিবি: সংগৃহীত

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা অনুমোদন ও গ্রহণের বিষয়ে ২০১৮ সালে আপিল বিভাগের দেওয়া আদেশ স্থগিত করেছেন দেশের সর্বোচ্চ আদালত। পাশাপাশি এ বিষয়ে আপিলেরও অনুমতি দিয়েছেন আপিল বিভাগ।

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা অনুমোদন ও গ্রহণের বিষয়ে ২০১৮ সালে আপিল বিভাগের দেওয়া আদেশ স্থগিত করেছেন দেশের সর্বোচ্চ আদালত। পাশাপাশি এ বিষয়ে আপিলেরও অনুমতি দিয়েছেন আপিল বিভাগ।


রবিবার (২৯ জুন) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন মো. আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, মো. রেজাউল হক, এস এম এমদাদুল হক ও ফারাহ মাহবুব।


আদালতের এ আদেশের ফলে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টে চলমান রিটের শুনানি নিষ্পত্তির আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
তিনি বলেন, বিচার বিভাগকে ব্যবহার করে তৎকালীন সরকার এই শৃঙ্খলা বিধি গ্রহণ করেছিল, যা নজিরবিহীন। তাই আদালতের অনুমতি নিয়ে রিভিউ আবেদন করা হয়।


রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়