গাংনীতে আলগামন উল্টে যুবক নিহত

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১১:৪১, বুধবার, ১৮ জুন, ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি  সড়কের চৌগাছা  নামক স্থানে   স্যালো ইঞ্জিন চালিত আলগামন নিয়ন্ত্রণ হারিয়ে  উল্টে নাহিদ (২০) নামের এক  যুবক নিহত হয়েছেন।

নিহত নাহিদ গাংনী উপজেলার এলাঙ্গী গ্রামের বাবলু হোসেনের  ছেলে। আজ বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে সাহারবাটি চৌগাছা সড়কে  এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় জানান, নাহিদ বিশেষ কাজে আলগামন যোগে বাড়ি থেকে বের হয়ে সাহাবাটি এলাকায় যাচ্ছিলেন। এ সময় আলগামনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় নাহিদ রাস্তার উপর  ছিটকে পড়ে মাথায় গুরুত্ব আঘাত পায়। 
পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ নিয়ে আসলে  কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) বানি  ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়