বিএফইউজে ও ডিইউজের উদ্যোগে ১০ জুলাই আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:৪৪, সোমবার, ৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সাংবাদিকের ভূমিকা’ শীর্ষক এক আলোচনাসভা ও শহীদ সাংবাদিক পরিবারের সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সাংবাদিকের ভূমিকা’ শীর্ষক এক আলোচনাসভা ও শহীদ সাংবাদিক পরিবারের সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সভায় সাংবাদিক, পেশাজীবী ও জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়