উখিয়ায় নিখোঁজ জেলের মরদেহ ২৪ ঘন্টা পর উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:২৬, মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
ফাইল ফটো

ফাইল ফটো

কক্সবাজারের উখিয়া উপকূলীয় এলাকা জালিয়াপালং ইউনিয়নের চোয়াংখালীতে নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে মোহাম্মদ হোছনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজারের উখিয়া উপকূলীয় এলাকা জালিয়াপালং ইউনিয়নের চোয়াংখালীতে নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে মোহাম্মদ হোছনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মোহাম্মদ হোছন জালিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চোয়াংখালী এলাকার আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় জেলেরা জানায়, গত সোমবার সকাল ৮টার দিকে উপজেলার চোয়াংখালী ঘাট থেকে মাছ ধরতে সাগরে নামার সময় ঢেউয়ের তোড়ে নৌকা থেকে ছিটকে পড়ে সাগরেই নিখোঁজ হয় সে। এরপর প্রায় ২৪ ঘন্টা পর আজ সাকাল সাড়ে ৭ টার দিকে সাগর তীরে তার মরদেহ ভেসে আসে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ শামীম শুভ প্রতিবেদক-কে জানান, সোমবার সকালে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে মনজুর আলমের মালিকানাধীন একটি কাঠের নৌকা নিয়ে সাগরে নামেন মোহাম্মদ হোছন সহ আরও কয়েকজন জেলে।

এ সময় হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে ঘাট থেকে মাঝ সাগরের পাড়ি দেওয়ার সময় ঢেউয়ের তোড়ে নৌকা থেকে ছিঁটকে সাগরে পড়ে যান তিনি। তখন থেকে দীর্ঘ ২৪ ঘন্টা মতো নিখোঁজ ছিল। আজ মঙ্গলবার সকালে তার মরদেহ সাগরের বালুচরে ভেসে আসে। সেখানে তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।

উখিয়া ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে খোঁজ নেওয়া শুরু করি। স্থানীয় জেলেদের সহযোগিতায় আজ সকালে নিখোঁজ যুবক মোহাম্মদ হোছনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।”

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়