১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহিদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি
মোঃ আশিক মিয়া আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা জানিয়েছে আটপাড়া ডিগ্রী কলেজ জাতীয়তাবাদী ছাত্রদল।
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা জানিয়েছে আটপাড়া ডিগ্রী কলেজ জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের স্মরণ করেন। এ সময় শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁদের অতুলনীয় ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল নেতারা বলেন,
“বীর শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের গর্ব। তাঁদের আদর্শ ও দেশপ্রেম আমাদের অনুপ্রেরণা। গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় ছাত্রসমাজকে সব সময় সোচ্চার থাকতে হবে।”
কর্মসূচিতে আটপাড়া ডিগ্রী কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও শৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা হয়।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহিদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।