নির্বাচনে নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:১২, সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য বাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য বাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিভাগের প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে চার হাজার পুলিশ সদস্যের একটি ব্যাচ প্রশিক্ষণ সম্পন্ন করেছে। নতুন আরেকটি ব্যাচ প্রশিক্ষণ নিচ্ছে। নির্বাচনের আগে পুলিশসহ অন্যান্য বাহিনীকে ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনে এ প্রশিক্ষণ শুরু হবে।

উপদেষ্টা আরও বলেন, নির্বাচনে আনসারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ভোটকেন্দ্রে আনসার সদস্যের সংখ্যা বাড়ানো হবে। সেনাবাহিনী মোবাইল ফোর্স হিসেবে থাকবে। পাশাপাশি নৌবাহিনী, বিমানবাহিনী ও এপিবিএনও দায়িত্বে থাকবে।

এসময় গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন তিনি। আর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকরা অত্যন্ত যোগ্য। ছাত্র-শিক্ষক আলোচনার মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলোর সমাধান সম্ভব।

নির্বাচনকে সামনে রেখে সীমান্তে অস্ত্রের ঝনঝনানি নয়, বরং অস্ত্র উদ্ধার অভিযান চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতা অব্যাহত আছে। এ বিষয়ে কেউ তথ্য দিলে তাকে পুরস্কৃত করা হবে।

এদিকে, সাদা পাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে। বিষয়টি খনিজ সম্পদ অধিদপ্তর তত্ত্বাবধান করছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়