শরণখোলায় শিক্ষকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন আবু-হানিফ

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:৫০, বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

বাগেরহাটের শরণখোলা উপজেলায় এক কলেজ শিক্ষকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শরণখোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বাগেরহাটের শরণখোলা উপজেলায় এক কলেজ শিক্ষকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শরণখোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


খুলনা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম রাসেল লিখিত অভিযোগ করে বলেন, শরণখোলা উপজেলার রাজৈর বাসস্ট্যান্ড সংলগ্ন তার বাড়ি এবং আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের জমি নিয়ে একটি মামলা আদালতে চলমান রয়েছে। এ মামলার জমিতে আদালত থেকে নিষেধাজ্ঞা জারি করা হলেও মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন মানিকসহ আরও কয়েকজন শিক্ষক, ছাত্র-ছাত্রী ও বহিরাগত ৭০ থেকে ৮০ জন সশস্ত্র লোক তার বাড়িতে হামলা চালায়।


অভিযোগে বলা হয়, হামলাকারীরা প্রথমে বাড়ির চারপাশের ঘেরাবেড়া ভেঙে ফেলে এবং পরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় তারা ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, বিভিন্ন মালামালসহ দুটি গরু লুট করে নিয়ে যায়। এছাড়া, শিক্ষকের খালাতো ভাই নজরুল ইসলাম বিশ্বাস ও তার স্ত্রী মহিমা আক্তারকে মারধর করা হয়। গুরুতর আহত নজরুল ইসলামকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শরণখোলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন বলেন, রাসেলের দাদা বহু আগে বিদ্যালয়ের নামে জমি বিক্রি করেছেন। বর্তমানে ওই জমির সব রেকর্ড স্কুলের নামে। কিন্তু রাসেল জোর করে জমি ভোগদখল করছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষ ওই জমি দখলে নিয়েছে।


শরণখোলা থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, এ ঘটনায় উভয় পক্ষের কাছ থেকেই অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়