ইবির দিনাজপুর জেলা কল্যান সমিতির কমিটি গঠন

ইবি প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১২:২৩, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
ছবি : বিএমএফ টেলিভিশন

ছবি : বিএমএফ টেলিভিশন

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দিনাজপুর জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পংকজ রায় এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শোয়াইব বিন আছাদ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়। সদ্য বিদায়ী সভাপতি শামীম আহমেদ শুভ ও সাধারণ সম্পাদক রায়হান জামিল এ কমিটির অনুমোদন দেন।

আংশিক কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন— সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন (২০-২১; সিএসই) এবং দপ্তর সম্পাদক আব্দুল মুস্তাকিম আল মারুফ (২০-২১; আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ)।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শোয়াইব বিন আছাদ বলেন, “দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি শুধু একটি সংগঠন নয়, বরং দিনাজপুর থেকে আগত শিক্ষার্থীদের জন্য একটি পরিবার। এখানে সবাই সমান মর্যাদায় থাকবে এবং মতামত–পরামর্শের দুয়ার সর্বদা সবার জন্য উন্মুক্ত থাকবে। সহযোগিতা, ভ্রাতৃত্ব ও জ্ঞানের আলোই আমাদের এগিয়ে নেবে।”

অন্যদিকে নবনির্বাচিত সভাপতি পংকজ রায় বলেন, “আপনাদের উপস্থিতি আমাদের সংগঠনকে নতুন প্রাণ ও শক্তি দিয়েছে। জেলা কল্যাণ সমিতির সাথে কোনো প্রকার রাজনৈতিক কার্যক্রম থাকবে না। আমরা সবাই ভাই, দ্বন্দ্ব এড়িয়ে বিপদে-আপদে পাশে দাঁড়াতে চাই। সকলে মিলে আমরা একটি পরিবার।"

তিনি আরও বলেন, “আপনারা যারা জেলা কল্যাণ কার্যক্রমের সাথে যুক্ত হয়েছেন, শুধু একটি পদে নির্বাচিত হননি, বরং একটি বড় দায়িত্ব নিয়েছেন। আপনাদের তারুণ্য, নতুন ভাবনা ও সৃজনশীলতা আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমি বিশ্বাস করি, আপনাদের হাত ধরে জেলা কল্যাণ কার্যক্রম এক নতুন উচ্চতায় পৌঁছাবে।”

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়