দ্রুত বিচারকার্য শেষ করতে হতে পারে তৃতীয় ট্রাইব্যুনাল: আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:৫৬, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

জুলাই-আগস্টের বিচারকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এমনকি দ্রুত বিচারকাজ শেষ করতে গঠন হতে পারে তৃতীয় ট্রাইব্যুনাল, এমনটিই জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

জুলাই-আগস্টের বিচারকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এমনকি দ্রুত বিচারকাজ শেষ করতে গঠন হতে পারে তৃতীয় ট্রাইব্যুনাল, এমনটিই জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, ‘জুলাই আগস্টের বিচার কে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, বিচারের গতি সন্তুষ্টজনক।

আইন উপদেষ্টা বলেন, ‘সংস্কার শেষে দ্বিতীয় ট্রাইব্যুনালের মূল ভবনে জুলাই-আগস্টের বিচার কার্যক্রম দ্রুতই শুরু হবে। প্রয়োজনে ৩য় ট্রাইব্যুনাল গঠন করা হবে।’

মঙ্গলবার আইন উপদেষ্টার সাথে ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। উপদেষ্টাদের সংস্কার কাজ ঘুরে দেখান চিফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়