নির্বাচন কমিশনার আনোয়ারুলের সঙ্গে রুমিন ফারহানার সাক্ষাৎ
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনার মো. আনোয়ারুল ইসলামের নিজ দপ্তরে আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সাক্ষাৎ করেন তিনি।
মো. আনোয়ারুল ইসলাম সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে গঠিত কমিটির প্রধান। তবে বৈঠক বিষয়বস্তু সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত কি না, এ বিষয়ে কোনো পক্ষই কথা বলেনি।
ইসিতে আসার বিষয়ে রুমিন ফারহানা জানান, তার মায়ের ভোটার এলাকা ঢাকায় ছিল। এবার সেটি পরিবর্তন করে ব্রাহ্মণবাড়িয়ায় নিলেন।
সম্প্রতি ইসির শুনানিতে তার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের মারামারি ঘটনায় নির্বাচন কমিশনের করা সাধারণ ডায়েরি (জিডি) বৈঠকের আলোচনায় ছিল কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘ধরবে? ধরলে ধরবে, অসুবিধা কী। বিগত সরকারের আমলেই তো ৯টা মামলা আছে। এসব নিয়ে ভয় পাই না।’
গত ২৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে অংশ নিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে রুমিন ফারহানা নিজেকে ধাক্কা মারার অভিযোগ আনেন। ফলে তার কর্মীরাও পাল্টা জবাব দিয়েছে বলে মন্তব্য করেন ওই দিন।
পরে এনসিপির কেন্দ্রীয় নেতা আতাউল্লাহ তাকে মারধর করা হয়েছে বলে ইসি সচিবের কাছে লিখিত অভিযোগ দেন। তিনি বলেন, ‘যদি এ ঘটনার বিচার না হয় তবে প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে।’
এ নিয়ে ইসির পক্ষ থেকে শেরেবাংলানগর থানায় জিডি করা হয়। ইসি সচিব আখতার আহমেদ ইতোমধ্যে এ বিষয়ে বলেছেন, ‘পুলিশের কাছে একটা সাধারণ ডায়েরি করেছি, যেখানে আমরা পুলিশকে দায়িত্ব দিয়েছি। পুলিশকে বলেছি যে আপনারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’