বাগেরহাটে বে-আইনীভাবে গাছ লাগিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ
আবু-হানিফ,বাগেরহাট থেকেঃ || বিএমএফ টেলিভিশন
বাগেরহাটের দাসপাড়া বাসাবাটি এলাকায় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অবৈধভাবে গাছ রোপন করে ২০ বছর ধরে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুন অভিযোগ দায়ের করেছেন। আব্দুল্লাহ আল মামুন সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও গোবরদিয়া গ্রামের আলহাজ্ব মোঃ সরোয়ার হোসেনের ছেলে।
বাগেরহাটের দাসপাড়া বাসাবাটি এলাকায় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অবৈধভাবে গাছ রোপন করে ২০ বছর ধরে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুন অভিযোগ দায়ের করেছেন। আব্দুল্লাহ আল মামুন সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও গোবরদিয়া গ্রামের আলহাজ্ব মোঃ সরোয়ার হোসেনের ছেলে।
অভিযোগে বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন বলেন, বিগত স্বৈরাচারী আমলে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন নিজের ক্ষমতার অপব্যবহার করে অনেক সাধারণ মানুষকে হয়রানি ও বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত ছিলেন। ইলিয়াছ হোসেন আমাদের চলাচলে ভোগান্তি ঘটাতে সম্পূর্ণ বেআইনিভাবে রাস্তার মধ্যে দুটি মেগনি গাছ রোপন করে। ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘ ১৭ বছর গাছ দিয়ে আমাদের বাড়ির রোডটি আটকে রেখেছে। আমরা একাধিকবার তাকে বিষয়টি জানালেও সে কোন প্রকার কর্ণপাত না করে আমাদের হুমকি প্রদান করেছে। বাড়ির পথ আটকে থাকায় কোন গাড়ী, রিক্সা, ভ্যান ঢুকতে পারে না। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ উল হাসান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।