দৌলতপুরে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ মিজানুর রহমান দৌলতপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:৩৭, বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি করেছে দৌলতপু

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি করেছে দৌলতপুর উপজেলা বিএনপি। মিছিলে দৌলতপুর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় নেতাকর্মী সমবেত হন।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১.০০ টায় দৌলতপুর উপজেলা শহরের বাজার বাসষ্ট্যান্ড থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার,ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী,কৃষকদলের কেন্দ্রীয় কমিটি ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী, বিএনপি নেতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো: মিলন মিয়া, বিএনপি নেতা এসকে বাবুল, আব্দুর রহিম জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী  উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস ছালাম প্রমূখ ।
অপরদিকে দৌলতপুর উপজেলা চত্বর থেকে দৌলতপুর বিএনপি'র সংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম কন্টুর নেতৃত্বে আরো একটি শোভাযাত্রা ও মিছিল বের করে দৌলতপুর বাজার প্রদক্ষিণ করে বিএনপি পার্টি অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেছে।


বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি আজও রাজপথে সংগ্রাম করছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই জনসমাবেশই প্রমান করে দৌলতপুরে বিএনপির প্রতি মানুষের আস্থা অটুট রয়েছে। র‌্যালি ও সমাবেশকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়