পাকিস্তানের রাজনৈতিক দল বিএনপির সমাবেশে হামলা, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:৩৫, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

পাকিস্তানের রাজনৈতিক দল বিএনপির (বেলুচিস্তান ন্যাশনাল পার্টি) সমাবেশে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৩ জনে দাঁড়িয়েছে। খবর আনাদোলু এজেন্সি

পাকিস্তানের রাজনৈতিক দল বিএনপির (বেলুচিস্তান ন্যাশনাল পার্টি) সমাবেশে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৩ জনে দাঁড়িয়েছে। খবর আনাদোলু এজেন্সি

বুধবার (৩ সেপ্টেম্বর) বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশটির কোয়েটার সারিয়াব রোডে শাহওয়ানি স্টেডিয়ামের কাছে একটি ব্যস্ত এলাকায় এই বিস্ফোরণ ঘটে।

আহতদের প্রসঙ্গে কাকার বলেন, বিস্ফোরণে আহত ৩৫ জনের মধ্যে আটজন বর্তমানে ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। ঘটনাটি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

অত্যন্ত ‘কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে’ আত্মঘাতী হামলাকারী সমাবেশস্থলে পৌঁছাতে পারেনি বলেও জানিয়েছেন বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়