নেত্রকোনার কলমাকান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
রিপোর্ট মোঃ রিপন মিয়া : || বিএমএফ টেলিভিশন
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলমাকান্দায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলা বিএনপির আয়োজনে পূর্ব বাজার বয়লার মাঠ থেকে র্যালিটি বের হয়ে সদর উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলমাকান্দায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলা বিএনপির আয়োজনে পূর্ব বাজার বয়লার মাঠ থেকে র্যালিটি বের হয়ে সদর উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া। এসময় সহ-সভাপতি আব্দুস ছালাম কেরণসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
র্যালিতে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, ওলামা দলের নেতাকর্মীসহ ৮ ইউনিয়নের দুই সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ঘিরে পুরো উপজেলা সদরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।