সরকার প্রধানদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা নিয়ে যা বললেন ফারুকী

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫০, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

দেশে ভবিষ্যতে যারা সরকার প্রধান হবেন, তাদের মানসিক স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দিয়েছেন চলচ্চিত্রকার ও অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পিলখানা হত্যাকাণ্ড নিয়ে ফেসবুকে করা এক পোস্টে তিনি এ পরামর্শ দেন।

দেশে ভবিষ্যতে যারা সরকার প্রধান হবেন, তাদের মানসিক স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দিয়েছেন চলচ্চিত্রকার ও অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পিলখানা হত্যাকাণ্ড নিয়ে ফেসবুকে করা এক পোস্টে তিনি এ পরামর্শ দেন।

ফারুকী লিখেছেন, ‘পিলখানা: থার্টি সিক্স আওয়ারস অব বিট্রেয়াল’ ডকুমেন্টারিটা গাড়িতে বসে বসে আবার দেখছিলাম। শুরুর দিকে জেনারেল শাকিলের সাথে হাসিনার কনভারসেশন শুনলে গা হিম হয়ে আসে। এরচেয়ে বড় কোনো বিট্রেয়াল কি হতে পারে? আমার জানা নাই।

তিনি আরও লিখেন, র‍্যাব পাঠাচ্ছি, হেলিকপ্টার পাঠাচ্ছি বলে কাউকে তো পাঠালোই না, বরং আয়োজন করে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিলো ৫৭ জন অফিসারকে। এই বেঈমানির পেছনে কি সেনাবাহিনীর প্রতি তার প্যাথলজিক্যাল হেইট্রেড কাজ করেছে?

ফারুকী লিখেছেন, এসব দেখে আমার মনে হয়, ভবিষ্যতের হেড অব দি গভর্নমেন্ট যিনিই হবেন, তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত।

উল্লেখ্য, গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) তথ্যচিত্রটি অবমুক্ত হয়। এতে যুক্ত করা হয়েছে বেশ কয়েক জন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার, পুরাতন ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র। সাক্ষাৎকার দিয়েছেন র‌্যাব-২-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল (অব.) শামসুজ্জামান খান, বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক, সাবেক র‌্যাব কর্মকর্তা ক্যাপ্টেন (অব.) রেজাউল করিম রেজা প্রমুখ।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়