পুতিন-শি-কিমের বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:২৩, বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

বেইজিংয়ের সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ তুলেছেন, তা প্রত্যাখ্যান করেছেন ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ।

বেইজিংয়ের সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ তুলেছেন, তা প্রত্যাখ্যান করেছেন ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা নেতা শি জিনপিং এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছেন না, এমনটাই জানিয়েছেন ক্রেমলিনের শীর্ষ সহকারী ইউরি উশাকভ। তিনি ট্রাম্পের অভিযোগের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন, যা ট্রাম্প বেইজিংয়ের সামরিক কুচকাওয়াজকে ঘিরে তুলেছেন। (সূত্র: তাস)

ইউরি উশাকভ বলেন, “আমি বলতে চাই, কারোরই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার উদ্দেশ্য নেই। আমি বলতে পারি, আজকের বৈশ্বিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ট্রাম্প প্রশাসনের ভূমিকাকে সবাই উপলব্ধি করে।"

এর আগে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে বশি জিনপিংকে উদ্দেশ করে লিখেন: “আপনি ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাবেন, যেহেতু আপনারা একসাথে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।”

উল্লেখ্য, চীনের পিপলস লিবারেশন আর্মি বুধবার বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে একটি বড় পরিসরের সামরিক কুচকাওয়াজ আয়োজন করে। এটি ছিল জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ এবং বিশ্বব্যাপী ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ।

সূত্র: মেহের নিউজ

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়