অনির্বাচিত কারও দ্বারা বিশ্বে সংবিধান সংশোধনের নজির নেই: হাফিজ উদ্দিন

অনলাইন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:৩৪, শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিদেশ থেকে কিছু আতেল এসে দেশের রাজনীতির গতি-প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায় দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ বলেন, অনির্বাচিত কোনো ব্যক্তি সংবিধান সংশোধন করেছে এমন নজির বিশ্বের কোথাও নেই।

বিদেশ থেকে কিছু আতেল এসে দেশের রাজনীতির গতি-প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায় দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ বলেন, অনির্বাচিত কোনো ব্যক্তি সংবিধান সংশোধন করেছে এমন নজির বিশ্বের কোথাও নেই।

আজ শনিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে (আইইবি) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেজর (অব) হাফিজ বলেন, সংস্কার একটাই হওয়া উচিত তা হলো তত্ত্বাবধায়ক সরকার। সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে ভোটের জন্য কেউ জীবন দেয়নি। শুধু শুধু আমেরিকা-ইউরোপের আইডিয়া দিয়ে লাভ কী? মানুষ তার জনপ্রতিনিধি ভোট দিয়ে নির্বাচিত করতে চায়।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব। নির্বাচিত সরকার ব্যতীত বিনিয়োগ আসবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়