একবার ভাঙলে মানুষ বদলায়, কিন্তু নিঃশেষ হয় না
শিরিন আকতার || বিএমএফ টেলিভিশন
মানুষ ভাঙে।
সময়, সম্পর্ক, অবহেলা কিংবা অচেনা কোনো আঘাতে— একসময় মানুষ টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু সেই ভাঙনের ভেতরেই জন্ম নেয় নতুন এক উপলব্ধি— এক নতুন নিজেকে জানার সুযোগ।
ভাঙা মানেই শেষ নয়।
বরং, ভাঙনের মধ্য দিয়েই মানুষ শেখে নিজেকে চিনতে, বুঝতে এবং নতুনভাবে গড়ে তুলতে।
যে একবার ভাঙে, সে জানে— হৃদয় আর আগের মতো থাকে না, কিন্তু তাতে জমে থাকা ব্যথা তাকে আরও শক্ত করে তোলে।
জীবনের প্রতিটি আঘাত আসলে একেকটি শিক্ষার পাঠ।
যে মানুষ প্রতারিত হয়েছে, সে আর আগের মতো সরল থাকে না,
কিন্তু তার ভেতরে জন্ম নেয় বোধ— কে সত্য, কে অভিনয়।
যে হারিয়েছে, সে জানে ধরে রাখার মূল্য কত।
আর যে একা হয়ে গেছে, সে বোঝে— মানুষের ভিড়ে নিজের সঙ্গই সবচেয়ে নিরাপদ আশ্রয়।
ভাঙা মানুষ তাই নিঃশেষ নয়।
বরং, তারা হয় গভীর, প্রজ্ঞাবান, নীরব।
তাদের চোখে আর অকারণ উচ্ছ্বাস থাকে না; থাকে একধরনের শান্ত দর্শন।
ভালোবাসা বা বন্ধুত্বে তারা তাড়াহুড়ো করে না, সময় নিয়ে বোঝে, কারণ তারা জানে— স্থায়ী সম্পর্ক শব্দে নয়, নীরবতার ভিতরেই টিকে থাকে।
সমাজ অনেক সময় ভাঙা মানুষকে দুর্বল ভাবে,
কিন্তু আসলে তারা-ই সবচেয়ে শক্ত।
কারণ, তারা জানে কীভাবে ছাই থেকে উঠতে হয়,
কীভাবে একবার মরে আবার বাঁচতে হয়।
তাই বলি—
একবার ভাঙলে মানুষ বদলায়,
কিন্তু নিঃশেষ হয় না।
বরং, হয়ে ওঠে আগের চেয়েও সত্য, নিঃশব্দ, আর অনমনীয়।
---
লেখক পরিচিতি:
শিরিন আকতার — মুক্তচিন্তার চর্চায় নিয়োজিত এক লেখক, যিনি জীবনের গভীরতা, সম্পর্ক ও মানবিক বোধ নিয়ে নিয়মিত লেখেন।