হাতির জায়গার ব্যবস্থা থাকলে অন্য কোথাও যাবে না - উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
সাইদুর রহমান আপন , শেরপুর জেলা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
হাতিতো আপনার, আমার ভাষা বুঝবেনা। হাতি বসবাসের কতটুকু জায়গা উপযুক্ত হলে, হাতি সেই জায়গা থেকে বের হয়ে আসবেনা-এটাই হচ্ছে যুগোপযোগী কথা। এটাই হচ্ছে বৈজ্ঞানিক কথা।
এখানে আবিস্কারের কোন প্রয়োজন নেই। ২৬ মে সোমবার দুপুরে বির্তকিত শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র পরিদর্শণকালে হাতি-মানুষের দ্বন্ধ নিরসনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্ন্তবর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।
পরে মধুটিলা ইকোপার্কে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে হাতির পায়ে পৃষ্ট হয়ে মৃত্যুবরণকারী দুটি পরিবারকে ৩লাখ করে ৬লাখ টাকার অনুদানের চেক প্রদান করেন তিনি।
এসময় প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসেন চৌধুরী, কেন্দ্রীয় বন সংরক্ষক এএসএম জহির উদ্দিন আকন, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষক মোঃ ছানাউল্যা পাটওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।