বাহ্যিক সাফল্যের প্রতিযোগিতা নয়, আত্মার ভেতরের অসীমতাকে আবিষ্কারেই লুকিয়ে আছে শান্তি ও সত্যিকারের মুক্তি।

বাহ্যিক দৌড়ঝাঁপ বনাম অন্তরের নীরবতা

শিরিন আকতার || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১১:৫৫, শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২
ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

মানুষ জন্মের পর থেকেই এক অন্তহীন দৌড়ে ছুটে চলে—পড়াশোনা, চাকরি, সম্পদ ও খ্যাতির পেছনে। কিন্তু এই ব্যস্ততার ভিড়ে আমরা ভুলে যাই নিজেকে চেনা ও আত্মার ভেতরের নীরবতাকে খুঁজে নেওয়া। মানুষের অন্তরই এক অসীম মহাবিশ্ব, যেখানে আলো ও অন্ধকার দুই-ই আছে। দর্শন, ধর্ম ও বিজ্ঞান সবই শেখায়—নিজেকে জানাই হলো প্রকৃত জ্ঞান ও মুক্তির পথ। বাহ্যিক অর্জন কখনো ভেতরের শূন্যতা পূরণ করতে পারে না; প্রকৃত সুখ আসে আত্মার ভেতরের অসীমতাকে চিনে নেওয়ার মধ্য দিয়ে।


 

আমরা সবাই যেন এক দৌড়ে নামি জন্মের পর থেকেই। পড়াশোনা, চাকরি, সাফল্য, সম্পদ—সবকিছুর পেছনে আমাদের দৌড় কখনো থামে না। সমাজ আমাদের শেখায়—“আরও চাই, আরও ছুটো।”
কিন্তু এই ব্যস্ততার মাঝে আমরা থামি না একবারও নিজেকে প্রশ্ন করতে: *আমি আসলে কে? কেন এই দৌড়?* বাহ্যিক অর্জনের ঝলকানির আড়ালে অন্তরের নীরবতা যেন হারিয়ে যায়।

*আত্মার ভেতরের আলো ও অন্ধকার*

মানুষের অন্তর এক মহাকাশের মতো—অসীম, বিস্তৃত। এখানে যেমন আছে ভালোবাসা, মমতা, জ্ঞানের আলো; তেমনি আছে ভয়, লোভ আর ক্রোধের অন্ধকার।
অন্ধকারকে অস্বীকার করলে আলোও পুরোপুরি ধরা দেয় না। যেমন রাতকে না মেনে নিলে ভোরের সৌন্দর্য বোঝা যায় না। তাই আত্মাকে জানার মানে হলো নিজের আলো ও অন্ধকার—উভয়কেই চিনে নেওয়া।

*দর্শন, ধর্ম ও বিজ্ঞানের শিক্ষা*

সক্রেটিস থেকে সুফি সাধক—সবাই একই কথা বলেছেন: “নিজেকে জানো।”
দর্শন বলেছে আত্মপরিচয় জ্ঞানের প্রথম ধাপ। ধর্ম বলেছে আত্মশুদ্ধিই স্রষ্টার কাছে পৌঁছানোর পথ। আর আধুনিক মনোবিজ্ঞান বলছে—নিজের ভেতরের অনুভূতি বোঝার ক্ষমতাই মানসিক সুস্থতার মূল।
অতএব, আত্মাকে জানার পথ একসাথে আধ্যাত্মিক, দর্শনীয় ও বৈজ্ঞানিক যাত্রা।

 *শূন্যতা থেকে পরিপূর্ণতায়*

অর্থ, পদ, খ্যাতি—সব অর্জন করেও মানুষ কেন অনেক সময় ভেতরে ভেতরে শূন্য থাকে? কারণ, বাহ্যিক সাফল্য দিয়ে অন্তরের ক্ষুধা মেটে না।
কিন্তু যে মানুষ নিজের ভেতরের অসীমতার দ্বার উন্মোচন করে, সে খুঁজে পায় শান্তি, ভরসা ও আত্মবিশ্বাস। তখন সে বুঝতে পারে—আসল সুখ ভেতর থেকেই জন্মায়, বাইরে থেকে ধার করে আনা যায় না।

*শেষ কথা*
মানুষের ভেতরই লুকিয়ে আছে এক অদৃশ্য মহাবিশ্ব—অসীম, অমোঘ। বাহ্যিক প্রতিযোগিতায় নয়, সেই মহাবিশ্বকে আবিষ্কারে আছে মুক্তির পথ।
*যে নিজেকে জানে, সে-ই হয়ে ওঠে সত্যিকার স্বাধীন, শান্ত ও আলোকিত।*
কারণ—আসল মুক্তি আসে অন্তরের অসীমতাকে চিনে নেওয়ায়।

 

লেখক: শিরিন আকতার 
স্বত্তাধিকারী : উড়ান
সিইও: টেস্টি বেকার্স

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়