ছাতকে পল্লী উন্নয়ন বোর্ডের দক্ষতার উপর প্রশিক্ষন শুরু

জামরুল ইসলাম রেজা, ছাতক প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৩১, বুধবার, ২১ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
ফাইল ফটো

ফাইল ফটো


সুনামগঞ্জের ছাতক উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কার্যালয়ের উদ্যোগে দুই দিন ব্যাপী সুফল ভোগীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন শুরু করা হয়েছে। বুধবার সকালে বি আর ডি বির কর্যালয়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাসের সঞ্চালনায় ও বিশিষ্ট রাজনীতিবিদ এবং উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মিলন মিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির সহ-সভাপতি রফিকুল আলী মজুমদার।এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির পরিচালক সাচ্চা আবেদীন, আব্দুল কাহার, নোমান মিয়া।ফিল্ড অফিসার বিদুষ কুমার বর্মন,সাবেক ইউপি সদস্য আজর আলী, জয়নাল আবেদীন রফিক প্রমূখ।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেছেন মানুষের দুটি হাতই হচ্ছে সম্পদ।দক্ষতার সাথে কাজ করলে কৃষি ক্ষেত্রে সুফল পাওয়া যায়। শাক সবজি চাষ ও ছাগল পালনে সুফল পেতে হলে আগে নিজের জমি খালি না রেখে চাষাবাদের উপযোগী করে তোলতে হবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য সৈয়দ জাহাঙ্গীর আলম বি আর ডি বির কার্যালয়ের সংস্কার কাজের দাবি তুললে তার দাবির প্রেক্ষিতে প্রধান অতিথি তরিকুল ইসলাম তাৎক্ষণিক বরাদ্দ ঘোষণা করে বলেন শীঘ্রই সংস্কার কাজ শুরু করা হবে।

প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মিলন মিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খান। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির সহ-সভাপতি রফিকুল আলী মজুমদার।এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির পরিচালক সাচ্চা আবেদীন, আব্দুল কাহার, নোমান মিয়া।ফিল্ড অফিসার বিদুষ কুমার বর্মন,সাবেক ইউপি সদস্য আজর আলী, জয়নাল আবেদীন রফিক প্রমূখ।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেছেন মানুষের দুটি হাতই হচ্ছে সম্পদ।দক্ষতার সাথে কাজ করলে কৃষি ক্ষেত্রে সুফল পাওয়া যায়। শাক সবজি চাষ ও ছাগল পালনে সুফল পেতে হলে আগে নিজের জমি খালি না রেখে চাষাবাদের উপযোগী করে তোলতে হবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য সৈয়দ জাহাঙ্গীর আলম-বি আর ডিবি`র কার্যালয়ের সংস্কার কাজের দাবি তুললে তার দাবির প্রেক্ষিতে প্রধান অতিথি তরিকুল ইসলাম তাৎক্ষণিক বরাদ্দ ঘোষণা করে বলেন শীঘ্রই সংস্কার কাজ শুরু করা হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়