আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ

অনলাইন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:৩৫, সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি আজ সোমবার (২৮ জুলাই)।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি আজ সোমবার (২৮ জুলাই)।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ শুনানি হবে। এই মামলার ৩০ আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ৬ আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

পলাতক ২৪ আসামির জন্য গত ২২ জুলাই রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল-২। গত ২৪ জুন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছ থেকে এই মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে চিফ প্রসিকিউটর কার্যালয় ৩০ জুন ট্রাইব্যুনাল-২ এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

এদিকে, আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় ৮ পুলিশ সদস্য ও লক্ষীপুরে ৪ আগস্ট সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩ আসামিকেও সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়