অনলাইনে বাধ্যতামূলক রিটার্ন দাখিল নিয়ে হাইকোর্টের রুল

অনলাইন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:২০, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ব্যক্তি করদাতাদের জন্য আয়কর রিটার্ন অনলাইনে বাধ্যতামূলক করার এনবিআরের 'বিশেষ আদেশ' নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত জানতে চেয়েছেন, কেন এই বিশেষ আদেশকে অবৈধ ঘোষণা করা হবে না।

ব্যক্তি করদাতাদের জন্য আয়কর রিটার্ন অনলাইনে বাধ্যতামূলক করার এনবিআরের 'বিশেষ আদেশ' নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত জানতে চেয়েছেন, কেন এই বিশেষ আদেশকে অবৈধ ঘোষণা করা হবে না।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আইনসচিব, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং এনবিআর চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ১১ আগস্ট এক ‘বিশেষ আদেশ’ দিয়ে ব্যক্তি করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে এনবিআর। আদেশে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ করবর্ষ থেকে নির্দিষ্ট কিছু ক্ষেত্র ছাড়া সব সাধারণ করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮-এর উপধারা (৪) অনুযায়ী এই আদেশ জারি করা হয়েছে। যা গত ৪ আগস্ট থেকে কার্যকর হয়েছে।

নতুন নিয়ম অনুসারে, যাদের জন্য অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক নয়, তারা হলেন ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (এ ক্ষেত্রে অবশ্যই উপযুক্ত সনদপত্র জমা দিতে হবে), বিদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিক, মৃত করদাতার আইনি প্রতিনিধি ও বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক।

তবে, যদি কোনো সাধারণ করদাতা প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন জমা দিতে না পারেন, তবে ৩১ অক্টোবরের মধ্যে তাকে উপ-কর কমিশনারের কাছে আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত হলে তিনি কাগজের রিটার্ন জমা দিতে পারবেন।

আইনজীবী মিয়াজী আলমগীর আলম চৌধুরী, যিনি নিজেই রিটের পক্ষে শুনানি করেন, তিনি এনবিআরের বিশেষ আদেশের কার্যকারিতা স্থগিতের আবেদন জানালেও আদালত কেবল রুল জারি করেছেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী শুনানি করেন।
 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়