শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আজ

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:২০, রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ রোববার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১-এ এই ঐতিহাসিক মামলার বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হবে।

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ রোববার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১-এ এই ঐতিহাসিক মামলার বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হবে।

ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হতেই প্রথমে প্রসিকিউশন তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবে। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক পেশ করবেন।

এই মামলায় শেখ হাসিনা ছাড়াও অপর দুই আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তবে, আসামিদের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এরই মধ্যে দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

ঐতিহাসিক এই মামলায় মোট ২৮ কার্যদিবসে জুলাই যোদ্ধা, চিকিৎসক, প্রত্যক্ষদর্শী, তদন্তকারী কর্মকর্তাসহ মোট ৫৪ জন গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যদাতাদের মধ্যে ছিলেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, সম্পাদক মাহমুদুর রহমান এবং শহীদ আবু সাঈদের বাবা।

সাক্ষ্য প্রদানকালে প্রত্যেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকল আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। গত ১০ জুলাই ট্রাইব্যুনাল এই মামলায় আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়