জীবননগরে দিনমজুরকে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০৮, শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুরে মনিরুল ইসলাম (৫০) নামের এক দিনমজুরকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুরে মনিরুল ইসলাম (৫০) নামের এক দিনমজুরকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


নিহত মনিরুল ইসলাম জীবননগর উপজেলার বালিহুদা গ্রামের মৃত দিদার উদ্দিন মন্ডলের ছেলে। এলাকাবাসী ধারণা, পারিবারিক কলহের কারণে তার ছেলে রাজু (২৬) ও স্ত্রী পাপিয়া (৪২) তাকে হত্যা করেছে।


এ ঘটনার পর থেকে মনিরুলের স্ত্রী পাপিয়া খাতুন ও ছেলে রাজু পলাতক রয়েছেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। 


পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, মনিরুল ইসলাম এক মাস আগে বালিহুদা গ্রাম থেকে উঠে এসে পার্শবর্তী মাধবপুর গ্রামে জমি কেনেন। সেখানে তিনি স্ত্রী পাপিয়া খাতুনকে নিয়ে বসবাস করছিলেন। শনিবার দুপুরের দিকে মনিরুল ইসলামকে গলা কেটে করে হত্যা করা হয়। বেলা ১টার দিকে প্রতিবেশীরা মনিরুল ইসলামের গলাকাটা মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে জীবননগর থানা পুলিশে খবর দেয়। 


প্রতিবেশী আকিদুল ইসলাম বলেন, ঘটনার পর মনিরুল ইসলামের ছেলে রাজু (২৫) তার কাছে মোবাইল ফোনে খবর নেয় তারা পিতা মারা গেছে কিনা? 


এ কারণে এলাকাবাসী ধারণা করছেন হত্যাকাণ্ডের সাথে ছেলে রাজু ঘটনার জড়িত থাকতে পারে। 
এ বিষয়ে জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়